Savvy - Tumi Chara (From "17th September") Şarkı Sözleri

Tumi Chara Song Lyrics In Bengali :
আজ তোমার যত কথা
ভেঙে দিক নাবিক নীরবতা,
শত পাহাড় পেরিয়ে তার
তোমাকে পেতে চাওয়া..
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।

চোখে যখনি জমাবে জল
দেখো মুছে দেবো কি মায়ায়,
আমি পৃথিবী জিতে ফিরেও
হবো তুমি ছাড়া অসহায়।
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।

তুমি যতই ফেরাও চোখ
জানি ভালোবাসো আমাকেই,
আমি তোমার মাখানো রঙে
ছুঁয়ে ছুঁয়ে যাবো তোমাকেই।
রাত কেটে যায়, তবু দিন কাটে না
ভোর আসেনা তুমি ছাড়া।

তুমি ছাড়া লিরিক্স - অর্ণব দত্ত :
Aaj tomar joto kotha
Shoto pahar periye taar
Tomake pete chaowa
Raat kete jay tobu din kate na
Bhor ashe na tumi chara
Bu şarkı sözü 69 kere okundu.