Arko - Madhubala (From "Shesh Theke Shuru") Тексты

ও মামা, ও মামা দেখো না.

দেখলে ওকে, জ্বলবে চোখে

অন্যরকম জ্বালা
আমার দাবি, আজকে যাবি
খুলবে সবই তালা.

কেউ কখনো দেখেছো কি চাঁদের গলার মালা.
ও মামা দেখো না, ও মামা দেখো না
ও মামা দেখো না, দেখো না, দেখো না না.
এসেছে মধুবালা।

কাতাল, কাতাল, কাতাল
সাকাল তেরি কাতাল হে।

আলগা হেসে ভালোবেসে রাখিস যতই নাম
চাঁদের আলো যায়না কেনা দিসনা যতই দাম।
তোর মনের দরে, আলতো করে,
তোর মনের দরে আলতো করে তালা লাগলাম.
এসেছে মধুবালা।

কাতাল, কাতাল, কাতাল
সাকাল তেরি কাতাল হে।

গল্প অনেক, হলো এবার
সত্যি কারের পালা
সবাই রাজি, ফাটবে বাজি
পড়বে কানে তালা.

কেউ কখনো দেখেছো কি চাঁদের গলার মালা.
ও মামা দেখো না, ও মামা দেখো না
ও মামা দেখো না, দেখো না, দেখো না না.
এসেছে মধুবালা।

কাতাল, কাতাল, কাতাল
সাকাল তেরি কাতাল হে।
Этот текст прочитали 132 раз.