Anupam Bhowmick - Tui Je Bachar Karon Тексты

অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।(2)

তুই যে বাঁচার কারণ(2)

-:অন্তরা:-

তোর ওই দু চোখে
তাকিয়ে থেকে
খুঁজে যেতে চাই
নিজেই নিজেকে
তুই হীনা একা একা
লাগে যেন সবই ফাঁকা
মনে হয় যেন
বেঁচে থাকা দায়

তোরই ছবি,...কল্পনাতে,...
এঁকে যাই,...সারাক্ষণ...।

অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।

তুই যে বাঁচার কারণ(2)

-:দ্বিতীয় অন্তরা:-

জেগে জেগে দেখি স্বপ্ন
তোকে পাই এক অন্য
চেনা হাসিতে
মন ভরে যায়
ইচ্ছের ভিড়ে তোকে
বাঁচিয়ে রাখি কত
মরছি নিজে নিজে
রোজ রোজ বারেবার

ভেজা স্মৃতি,....শুকনো হলো,...পুড়তে এলো ওরে মন,....

অগোছালো এই মনে
তোর প্রয়োজন
যায় খুঁজে শুধু তোকে
অবুঝ নয়ন।(2)

তুই যে বাঁচার কারণ(2)
Этот текст прочитали 125 раз.