Jagoron Shilpigoshthi - ফুটপাতে পড়ে থাকা Lying on the pavement Şarkı Sözleri

ফুটপাতে পড়ে থাকা
কচি কচি মুখ
ছায়াহীন বেড়ে ওঠা
ওদের কাছে আসেনা
কখনই সুখ

তুমি কি এড়িয়ে যাবে
তোমার বোনের মত
ছেঁড়া পোশাকে ঐ ছোট্ট শিশুকে
যে কিনা তোমার কাছে অসহায় হয়ে
দুহাত বাড়িয়েছিল তোমার দিকে
অথচ তোমার ছোট বোন যদি হত সে
পারতে কি কখন করতে বিমুখ

তুমি কি তাড়িয়ে দেবে
তোমার ভায়ের মত
অবহেলিত ঐ পথ শিশুকে
ফিরিয়ে দেবে কি তুমি তোমার কাছে আসা
ঘর নেই বাড়ি নেই রাস্তায় পড়ে থাকে
কখন কি জেনেছ কখন কি ভেবেছ
কি নিয়ে বাচে ওরা কিবা তার সুখ
Bu şarkı sözü 215 kere okundu.