আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল
...
তরী কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাদিঁয়া কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল
...
জীবন দিলা কাচাঁ বাঁশে খাচাঁরিই মত, যত্ন নেওয়ার আগের তাহা ভাঙ্গে অবিরত রে দয়াল ভাঙ্গে অবিরত
...
জীবন দিলা কাচাঁ বাঁশে খাচাঁরিই মত, যত্ন নেওয়ার আগের তাহা ভাঙ্গে অবিরত রে দয়াল ভাঙ্গে অবিরত
...
ধনীরে ধন দিলা গরীবের তুইলি পিঠের ছাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল
আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল
...
সুখের পাখি নীড় বাধিতে যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায় সুখেরই দুকূলে
দয়াল সুখেরই দুকূলে
...
সুখের পাখি নীড় বাধিতে যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায় সুখেরই দুকূলে
দয়াল সুখেরই দুকূলে
...
তেলে চুলে তেল দিলা বুঝলানা জঠা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল
আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল
তরী কিনারায় ভিরাইয়া
ভাবি শুধু কাদিয়া
কিনারায় ভিরাইয়া
ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিনও হাল রে দয়াল
এবাবে আর কত কাল
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল এভাবে আর চলবে কত কাল
...
Writting By: Sazid Nur Ratul
This lyrics has been read 230 times.