Anupam Roy - Obhabe Keno Songtexte

আলগা দিচ্ছি সুতো
পালিয়ে যাওয়ার ছুতো
রাখলে মনে ভালো

কে ফিরে তাকালো

এই কপালের দাগে
অনেক বছর আগে
ছিলাম তোমার পাশে
পুরোনো অভ্যাসে

শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজ

ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?

রাগলে কেন তখন?
ভয় দেখানোর মতন
দুমড়ে গেলে কেমন
কান্না চেপে যেমন

ভুলতে পারা যাবে
আগে বলো কি হারাবে?
সব কি ফিরে আসে?
সেই পুরোনো অভ্যাসে

শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজ

ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?

ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?

শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেটে
চলে গেছি রোজ
Dieser text wurde 89 mal gelesen.