Anupam Roy - Agomonir Gaan Songtexte

বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই

জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই

এখনও বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে

আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন
জাগো, জাগো উমা

নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনি নি

এখনও বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়
আমার ঘরের চাবি
চাবি পরেরও হাতে রে আমার
ঘরের চাবি
চাবি পরের হাতে রে
আমার ঘরের চাবি

আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন
জাগো, জাগো উমা
জাগো, জাগো উমা
জাগো, জাগো উমা
Dieser text wurde 98 mal gelesen.